ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

যুক্তরাষ্ট্রে একদিনেই আরও ১৩৪৪ জনের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ৬ এপ্রিল ২০২০ | আপডেট: ০৯:৪০, ৬ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসে চুপসে গেছে গোটা বিশ্ব। যার সবচেয়ে ক্ষতিতে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় আবারও আক্রান্ত ও প্রাণহানি সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। 

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত একদিনে যুক্তরাষ্ট্রে আরও ১ হাজার ৩৪৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৩৩ জন। এ অবস্থাকে ৯/১১ এর ক্রান্তিকালের সঙ্গে তুলনা করা হয়েছে। 

অপরদিকে, আক্রান্ত হয়েছেন আরও প্রায় ২৬ হাজার মানুষ। এ নিয়ে সর্বোচ্চ আক্রান্তের দেশটিতে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৭ হাজার ২৭৪। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ হাজার ৯৭৭ জন। 

যার সবচেয়ে বড় ভুক্তভোগী নিউইয়র্ক রাজ্য। দেশটির সবচেয়ে বড় শহরটিতে গত একদিনে সেখানে ৫শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এতে করে শুধু এই রাজ্যেই মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজার ১৫৯ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে গোটা দেশের প্রায় ৪৫ শতাংশ রোগীই এ অঙ্গরাজ্যের। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ১৮ জনে। 

এরপর নিউ জার্সিতে আক্রান্ত সাড়ে ৩৭ হাজারের বেশি। মারা গেছেন ৯১৭ জন। দেশটিতে সংকটাবস্থা পার করছে প্রবাসীরাও। করোনায় দেশটিতে এখন পর্যন্ত ৭৫ জনের মতো বাংলাদেশির মৃত্যু হয়েছে। যাদের অধিকাংশেই নিউ ইয়র্কে থাকতেন। 

শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরবসহ বিভিন্ন দেশে এখন পর্যন্ত শতকের বেশি বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাজ্যে। সেখানে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। 

চলমান অবস্থা আরও ভয়ংকর হতে পারে বলে ধারণা করছে দেশটির স্বাস্থ্য বিজ্ঞানীরা। তাদের সঙ্গে সহমত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তাই, মৃতদের সরাতে এবার লাশবাহী ব্যাগ সংগ্রহ করার কথা জানিয়েছে পেন্টাগন। 

দেশটির ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) সরকারকে জানিয়েছে, করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ফলে মৃতের সংখ্যা সামাল দেয়া মুশকিল হতে পারে। তাই এসব ব্যাগ সরবরাহ করছে স্বাস্থ্য বিভাগ। তবে এগুলো বিতরণের দায়িত্ব পেয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক পরার পরামর্শ দিলেও নিজে পরবেন না বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। 

ট্রাম্প বলেন, ‘মাস্ক পরলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক নয়। আপনি চাইলে পরতে পারেন। আমি ঠিক করেছি পরব না।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে আজ সোমবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লাখ ৭৩ হাজার ৭১১ জনে দাঁড়িয়েছে। আর প্রাণহানির সংখ্যা ৬৯ হাজার ৪৫৬ জনে ঠেকেছে। যদিও বিশ্বের দুইশর বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাসটিতে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৬২ হাজার ৪৮৬ জন। 

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি